বিরল (দিনাজপুর) ॥ বিরলে দিনব্যাপী প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সোমবার সকাল থেকে তিনি প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও ৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ২৫ কিমি নতুন বিদ্যুৎ লাইন এবং ১৩৮৮ টি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন। এছাড়াও তিনি ্পুজেলা পরিষদ মিলনায়তনে আরইআর এমপি-২ প্রকল্পের প্রতি জনকে ৭৫ হাজার টাকা করে মোট ১১২ জন এলসিএস মহিলাদের মাঝে ৭৩ লাখ ৩৩ হাজার ৭৮৩ টাকা সঞ্চয় পত্রের চেক বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী জাকিউর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম মোঃ কামাল হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪