স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, গত সাড়ে ৯ বছরে দিনাজপুরে যেভাবে মসজিদ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। অতিতে কোন সরকারের আমলেই তা হয়নি। হুইপ ইকবালুর রহিম বলেন, আপনারা উন্নয়ন চেয়েছেন, আমি দিয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
৩ সেপ্টেম্বর সোমবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ জেলা আহলে হাদীস জামে মসজিদের গ্রাউন্ড ফ্লোর এর উদ্বোধন ও দিনাজপুর কেবিএম কলেজের সংস্কারকৃত বিজ্ঞান ভবন উর্দ্ধমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হুসেন, কেবিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল হুদা জুয়েল, উপাদক্ষ্য সরদার খুদরত-ই খুদা, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হোসেন, জেলা আহলে হাদীস জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো: লুৎফুল কবির বকুল, বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব কাওসারুজ্জামান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কেবিএম কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪