দিনাজপুর বার্তা২৪ ডেক্স:
সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও শাস্তির দাবীতে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
১৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালীন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক উত্তরার বার্তা সম্পাদক ইদ্রিস আলী, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি রতন সিং, ডিবিসি চ্যানেল এর জেলা প্রতিনিধি মো. মোরশেদ রহমান, আর টিভি এর জেলা প্রতিনিধি আনিস হোসেন দুলাল, ডেইলী স্টার এর জেলা প্রতিনিধি কঙ্কন কর্মকার, স্থানীয় দৈনিক খবর একদিন এর নির্বাহী সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ, দৈনিক ঢাকা রিপোর্ট এর জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক পল্লীবার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সুবীর চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার আব্দুল হাই প্রমুখ।
এছাড়াও সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও শাস্তির দাবীতে উক্ত মানববন্ধনে সকল সাংবাদিকগণ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪