দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দিনাজপুর শহরের গণেশতলাস্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) দিনাজপুর জেলা শাখার নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর শনিবার বাংলাদেশ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় আরজেএফ জেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক পূনর্ভবার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। বিশেষ বক্তা ছিলেন ৪নং শেখপুরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ ও এম.এ ক্বারী, যুগ্ম মহাসচিব আল আমিন শাওন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওয়াহেদুর রহমান, জাতীয় পরিষদের সদস্য ওবায়েদুর রহমান সাইদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ রহমান খোকন। অনুষ্ঠানে অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আফজাল হোসেন, কাশী কুমার দাস, মনসুর রহমান,মোফাচ্ছিরুল রাশেদ, এম.এ জলিল সরকার, আব্দুর রহমান, তাজমিলুর রহমান নয়ন, দয়া রাম রায়, মহিলা সম্পাদিকা মাহামুদা খাতুনসহ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে আগামীতে সাংবাদিকদের দাবী দাওয়া তুলে ধরা হবে এবং নির্যাতিত সাংবাদিকদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪