দিনাজপুর বার্তা২৪.কম :- নামজাদা প্রযোজক বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর। কিন্তু এই দম্পতি অনেকদিন ধরে একসঙ্গে কোনও ছবিতে কাজ করছেন না। এর নেপথ্যের কারণ জানিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা। ব্যক্তিগত ও পেশাদার জীবনকে আলাদা রাখাকে অগ্রাধিকার দেন বিদ্যা। ভারতীয় সাংবাদিক অনুপমা চোপড়াকে তিনি বলেছেন, ‘সিদ্ধার্থর সঙ্গে কাজ করাটা বাড়াবাড়ি মনে হয়। পরিচালক ও প্রযোজকের সঙ্গে তর্ক-বিতর্ক করতে গেলে সমস্যা দেখা দেয়। সত্যি বলতে, কলহ ভালো লাগে না আমার। আমি যুক্তি দিয়ে তর্ক করি। কিন্তু সিদ্ধার্থ প্রযোজক হলে তা পারি না। কারণ আমাদের সম্পর্কটা খুবই ব্যক্তিগত। সিদ্ধার্থর সঙ্গে তর্কে পারবো মনে হলেই তা আর করি না।’যোগ করে বিদ্যা বলেন, ‘আমাদের সম্পর্কের পবিত্রতা ধরে রাখতে চাই। এমনও হয়েছে, একটা চিত্রনাট্য নিয়ে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আমরা, যদি সেটা পছন্দ হয়। সিদ্ধার্থের সঙ্গে টাকা-পয়সা নিয়ে আলোচনা করতে পারি না। ভাবুন তো, সে যদি বলে তুমি এই টাকা পাবে আর আমি যদি দশ গুণ বেশি চাই তাহলে কী হবে! তখন বলেও ফেলতে পারি, তুমি আমার মূল্যায়ন করছো না! কখনও এমন পরিস্থিতি সৃষ্টি হোক তা চাই না আমি।’সিদ্ধার্থের সঙ্গে প্রেমের দিনগুলো ফিরে দেখেন বিদ্যা। তার কথায়, ‘আমাদের ঘনিষ্ঠতা তৈরি হয় ‘ঘনচক্কর’ (২০১৩) ছবির শুটিংয়ে। রনিকে (প্রযোজক রনি স্ক্রুভালা) ফোন করে জানাই, আমি চলে যেতে চাই! তিনি আমাকে জানান, কাজের সময় সিদ্ধার্থ আর আমার সামনে যেন না আসে তা নিশ্চিত করবেন। আমরা খুব কাছ থেকে কাজ করি বলে এই পেশায় বস্তুনিষ্ঠতা হারাতেই পারে। আমি সেটাই চাই না। কাজটা আমার কাছে খুব মূল্যবান। বিদ্যাকে সবশেষ ‘মিশন মঙ্গল’ ছবির মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। বিশ্বব্যাপী এটি ২০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। তার হাতে এখন আছে ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে নির্মাণাধীন ওয়েব সিরিজের পা-ুলিপি। সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪