হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আপনাদের সহযোগীতা পেলে পুরো দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করবো।
বুধবার বিকেল ৩ টায় হাকিমপুর থানায় অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার বলেন, মাদকে কোন ছাড় নেই। মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করবো। বিশেষ করে জেলার ৬ টি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজর দারী দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রথমে আমি আমার পুলিশ পরিবার থেকে মাদক নির্মূলের অভিযান শুরু করেছি। মাদকের সাথে কোন পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তিনি মাদক প্রতিরোধে সাংবাদিকদেরও সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪