দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে র্যাব- ১৩ এর অভিযানে ফেনসিডিল সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব- ১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ দিনাজপুর এর ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন হরিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলাধীন বানিয়াল এলাকার মোঃ নীল মিয়ার ছেলে মোঃ নওশাদ আলী সরকার (৩০)।
সূত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো।
র্যাব বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪