স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বিরল উপজেলার গনিমার্কেট এলাকাথেকে ১১শত পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। রবিবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া চৌমহনী বাজার থেকে দিনাজপুর শহরে আসার সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন বিরল উপজেলার সারাংগাই গ্রামের মোঃ ওহেদ আলী'র পুত্র মোঃ শাহাজাহান(২৭) ও একই উপজেলার হরিপুর গ্রামের মৃত মোসলেম আলী'র পুত্র মোঃ বাবু আলী। এসময় তাদের কাছথেকে নগদ ২১ হাজার টাকাও উদ্ধার করা হয়।দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকাল থেকে চৌমহনী বাজারে ওৎ পেতে থাকে। এর এক পর্যায়ে রেজিষ্ট্রেশন বিহীন লাল রংয়ের TVS Radeon চ্যালেঞ্জ করলে তাদের কাছথেকে ১১ শত পিছ ইয়াবাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আটক মোঃ শাহাজাহান(২৭) এর বিরুদ্ধে বিরল থানায় ৭ টি ও মোঃ বাবু আলী'র ৪টি মাদকের মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪