দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ১২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এবং জাতিসংঘ উন্নয়ন হতবিল (ইউএনডিপি মানবাধিকার প্রকল্প) এর সহযোগিতায় দিনাজপুর প্রেসক্লাবের ২০ জন কর্মরত সাংবাদিকদের নিয়ে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন প্রদান করেন বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল, ভাষানটেক সরকারী কলেজ মিরপুর ঢাকার সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন, বাংলা ভিষন টিভি’র সিনিয়র জার্নালিস, নাসরিন গিতি ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম পিপিএম (বার) এবং সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষন প্রাপ্ত সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় মানবাধিকার ধারনা, মূলনীতি এবং মানবাধিকারের কাঠামো, মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমানবের ভূমিকা, অধিকার সংবেদনশীল কৌশল/এপ্রোচ, জেন্ডার সংবেদনশীল কৌশল/এপ্রোজ, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলা-কৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রনয়ণ, বিবেচ্য নৈতিক/ মানবিক বিষয় সমূহ, বিবেচ্য মানবাধিকারের কাঠামো/মানদন্ডসমূহ নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪