দিনাজপুর বার্তা২৪.কম :-
দিনাজপুরে সুর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ।
আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃত ম্যুরালে জম্মশত বার্ষির্কী উপলক্ষ্যে এক চৌকশ পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিকৃতির সামনে গার্ড অফ অনার প্রর্দশন করেন । পরে এক মিনিট নিরবতা পালন করেন । এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেন বঙ্গবন্ধু প্রতিকৃত ম্যুরালের সামনে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন । জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন করেন । পুলিশ সুপারের পক্ষ থেকে পুস্প অর্পন করেন এর পর জন সাধারনের জন্য বঙ্গবন্ধু প্রতিকৃত ম্যুরালে পুস্প অর্পনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় ।
স্থানীয় গোড় এ শহীদ বড়মাঠে মুজিব বর্ষের কেক কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে মুজিব বর্ষের জন্ম বার্ষিকী পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪