প্রেস বিজ্ঞপ্তি :- র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় তারিখ ২১/০৩/২০২০ খ্রিঃ সময় ১১.৩০ ঘটিকা হতে ১৬.০০ ঘটিকা পর্যন্ত বাজার পর্যবেক্ষণের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযুক্ত ০৫ (পাঁচ) ব্যক্তি/প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১। মোঃ ফজিবর রহমান (নিউবাবু স্টোর), জামতলী বাজার এর নিকট হতে ২,০০০/- (দুই হাজার) টাকা, ২। মোঃ আমীর হোসেন (আমীর স্টোর), গোপালগঞ্জ বাজার এর নিকট হতে ২,০০০/- (দুই হাজার) টাকা, ৩। মোঃ লিটন ইসলাম (ভাই ভাই স্টোর), গোপালগঞ্জ বাজার এর নিকট হতে ৩,০০০/- (তিন হাজার) টাকা, ৪। মোঃ নুরুল ইসলাম (ইব্রাহিম স্টোর), দশমাইল বাজার এর নিকট হতে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ৫। মোঃ জিয়াউর রহমান (জিয়া স্টোর), কাহারোল (দশমাইল মোড়) এর এর নিকট হতে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে সর্বমোট ২২,০০০/ (পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪