শাহীনুর আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে সোমবার (২৩ মার্চ) রাতে ৬৪৮ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটক দুই ব্যক্তি হলেন, উপজেলার মুকুন্দপুর ইউপি’র অন্তর্গত কেশবপুর গ্রামের কবিজ উদ্দিনের পুত্র তাছির উদ্দিন ও মৃত. মানু মিয়ার পুত্র ইনারুল।
থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে এস.আই শাহীন, নুর আলম সিদ্দিক, রনি, এএসআই তৌহিদুর, আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৬৪৮ বোতল ফেন্সিডিল সহ আসামীদের গ্রেফতার করা হয়।
ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই গ্রামে অভিযান চালিয়ে জনৈক শফিকুলের বাড়ীর দক্ষিণে মাটির একটি গর্তে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং ৩-৪ জন পলাতক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪