ষ্টাফ রিপোর্টার :- কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে। এতে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানরত প্রতিদিন খেটে খাওয়া অসহায় ও দুস্থ্য মানুষেরা। দিনাজপুরে এমন অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর জেলা যুব মহিলা লীগ।
শুক্রবার (৩ এপ্রিল) দিনাজপুর সদর-৩ আসনের মাটি ও মানুষের নেতা, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি মহোদয়ের সহায়তায় ও দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তার উদ্যোগে নোভেল করোনা ভাইরাসের কারণে ঘরেবন্দী হয়ে থাকা দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী ৭নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুব মহিলা লীগের অন্যান্য সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪