দিনাজপুর বার্তা২৪.কম :-
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন বেচে থাকবেন ততদিন বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না উল্লেখ করে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জনগনকে সচেতন করতে হবে। সচেতনতাই পারে ভাইরাস প্রতিরোধ করতে। দেশে খাদ্যের কোন সমস্যা নাই। আপনারা ঘরে থাকুন, খাদ্য পৌছে দেয়া হবে ঘরে ঘরে।
তিনি বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক না ছড়িয়ে সকলে মিলে প্রতিরোধে কাজ করতে হবে। খাদ্য সংকটের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। আপনাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকুল আবেদন দেশ ও জাতিকে রক্ষায় ঘর থেকে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর একাডেমীক স্কুল প্রাঙ্গনে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের হেলা ও বাসফোর (হরিজন) এর মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, আওয়ামী লীগ নেতা রায়হান হোসেন, শামীম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪