দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে কোভিড-১৯ পরীক্ষার জন্য পলিমার চেইন রি-এ্যাকশন (পিসিআর) মেশিন আভ্যন্তরিন করোনা ভাইরাস শনাক্ত করার জন্য মাইক্রোবায়োলজি বিভাগের তত্তাবধানে স্থাপন করা হচ্ছে।
স্বর্র্দি, জ্বরে আক্রান্ত রোগীদের জন্য পৃথক ভাবে ফ্লু ফিভার ইউনিট করা হয়েছে এবং নতুন করে ২টি করোনা আইসোলেশন ওয়ার্ড নির্মান করা হয়েছে। সেখানে লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংযোযন করা হয়েছে। এছাড়াও ২৫০ শয্যা বিশিষ্ঠ দিনাজপুর সদর হাসপাতালে আরেকটি করোনা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। দিনাজপুর শহরের বাহিরে ৩টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় পিপিই, মাস্ক, কিটস সংগ্রহ করা হয়েছে। প্রস্তুত রয়েছে প্রয়োজনীয় চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী। এ ছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এসব জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নিজেই তদারকি করছেন।
গত ৯ এপ্রিল হুইপ এম আবদুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকারের হাতে পিসিআর মেশিন হস্তান্তর করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ এবং করোনা ভাইরাস শনাক্তের জন্য দিনাজপুর সম্পন্ন ভাবে প্রস্তুত রয়েছে।
হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে দ্রুত পিসিআর মেশিন প্রেরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার জীবনকে জনগনের জন্য উৎস্বর্গীত করেছি।
তিনি আত্মবিশ্বাস রেখে আরও বলেন, ইনশাল্লাহ আমরা অচিরেই করোনা ভাইরাস থেকে মুক্ত হবো। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল পর্যায়ে খোঁজ খবর রাখছেন এবং অফিস, আদালত, কল কারখানা, যানবাহন বন্ধ থাকার কারণে অনেক দিনমুজুর এবং মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তিনি কর্মহীন মানুষদের বিনামুল্যে খাবার ব্যবস্থা করার জন্য সরকারি সাহায্য প্রদান করছেন এবং প্রশাসন ও দলের নেতাদের নির্দেশ দিয়েছে মানুষের ঘরে ঘরে গিয়ে অভুক্ত হতদরিদ্রদের খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য। তিনি এই দুর্যোগে মানুষের পাশে দাড়াবার জন্য সকলের প্রতি আহবান জানান। এ ছাড়া হুইপ ইকবালুর রহিম এমপি নিজেই প্রতিদিন খাদ্য সামগ্রী নিয়ে দিনাজপুরের বিভিন্ন এলাকায় যাচ্ছেন।
এ দিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শিবেস সরকার আশা ব্যক্ত করে বলেন. ১০/১২ দিনের মধ্যেই পিসিআর মেশিন স্থাপন করে করোনা ভাইরাস শনাক্তের কার্যক্রম শুরু হবে।
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস বলেন, করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা ও শনাক্ত করনের জন্য স্বার্বক্ষনিক ৩১ জন চিকিৎসক ও ৩০ জন নার্স প্রস্তুত রয়েছে। এছাড়াও মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপির পরামর্শ ও নির্দেশনায় প্রশাসন ও সিভিল সার্জন দিনাজপুর জেলার শহরসহ প্রত্যেকটি উপজেলায় করোনা ভাইরাস পরিস্থিতি স্বার্বক্ষনিক তদারকি করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪