দিনাজপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব আজ আর্থিক কর্মকান্ড থেকে বিরত থাকায় গরিব অসহায় মানুষেররা কাজ কর্ম না করতে পারায় পৃথিবী ব্যাপি অভাব ও দুর্যোগে সৃষ্টি হওয়ায়, জননেত্রী মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সমগ্র জেলায়, ত্রান বিতরণ কার্জক্রম অব্যাহত রেখেছেন,এবং তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে দেশের অসহায় গরিব মানুষদের পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন৷
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে দিনাজপুরের ছাত্রলীগ নেতা গোলাম ইমতিয়াজ ইনান। নিজেই পিক-আপ চালিয়ে দিনাজপুরের কর্মহীন হয়ে পড়া প্রায় ১০০ অসচ্ছল ছাত্রলীগ কর্মীর বাড়িতে এই খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন তিনি।দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতার উপহারের প্যাকেট পেয়ে খুশি অনেক ছাত্রলীগ কর্মী।
এই উপহার পেয়ে এক ছাত্রলীগ কর্মী আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা ছাত্রলীগ করি কোনো কিছু পাওয়ার জন্য নয়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পেরে আমরা গর্বিত। আমাদের মধ্যে অনেক ছাত্রলীগ কর্মীই আছি যারা অসচ্ছল। আজকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান ভাই আমাদের কাছে এসে উপহার দিয়েছেন। এই উপহারই বলে দেয় আমরা সঠিক পথেই আছি।’
এ বিষয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, ‘আমরা দিনাজপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই এই করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজে ছাত্রলীগ কর্মীরা সর্বদাই সহযোগিতা করে আসছে। কিন্তু তারা কখনোই কেউ বলেনি তাদের পারিবারিক অবস্থার কথা। হয়ত কেউ খেয়ে না খেয়ে আমাদের সাথে কাজ করছে।
তিনি আরও বলেন, আমি বিষয়টি আমাদের দিনাজপুরের একজন মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাই। তিনি আমাকে এ বিষয়ে অনেক সহযোগিতা করেছেন। আমরা এই মানুষটার কাছে চির কৃতজ্ঞ! তিনি এলাকার জন্য এবং এলাকার বাইরেও যেভাবে কাজ করে যাচ্ছেন এটা মানুষ কোন দিনই ভুলতে পারবে না। আমরা যারা ছাত্রলীগের কর্মী আছি তারা সবসময় দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪