দিনাজপুর বার্তা২৪.কম :- প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসমাগম এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখতে দিনাজপুর শহরের বড় কাচাঁ বাজারটি এখন ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে দিনাজপুর জেলা প্রশাসকের পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত খুচরা কাঁচা বাজারটি ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে এবং পাইকারি কাঁচা বাজার দিনাজপুর জিলা স্কুলে বসবে।
এই নির্দেশ অনুযায়ী শনিবার সকালে ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে খুচরা কাঁচা বাজার এবং কিছু সংখ্যাক পাইকারি কাঁচা বাজার ব্যবসায়িরা দিনাজপুর জিলা স্কুলে দোকান বসায়।
প্রথম দিনে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম ছিল। ক্রেতার উপস্থিতি কম হওয়ায় বিভিন্ন পাইকারি কাঁচা বাজার দোকানদারেরা শাক-সবজি বিনামূল্যেও বিতরণ করেন।
অপরদিকে শহরের বাহাদুর বাজারে মুরগি, মাংস, মাছের বাজার রয়েছে কিন্তু মাছের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। যদিও ভিড় কমাতে বাহাদুর বাজার থেকে কাঁচা বাজার সরিয়ে অস্থায়ীভাবে গোর-এ শহীদ বড়ময়দানে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাহাদুর বাজারে মুদির দোকান, ডিমের দোকান, মাছ ও মাংস এর দোকানসহ অন্যান্য দোকান থাকলেও ক্রেতারা সাময়িক অসুবিধার সম্মুখীন হয়েছে। কারণ গোর-এ শহীদ বড়ময়দানে কাঁচা বাজার নেওয়ার পরে মাছসহ অন্যন্য নিত্য প্রয়োজনিয় দ্রব্য ক্রয় করার জন্য পুনরায় বাহাদুর বাজার যেতে হচ্ছে। এমনটাই জানালেন রফিকুল ইসলামসহ কয়েকজন ক্রেতা।
এরপরেও অনেক ক্রেতা জানায়, এতে আগের চেয়ে ভিড় কমেছে। কাঁচা বাজার স্থানান্তরের জন্য অনেকেই আবার জেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪