হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সবজির বাজার স্থানান্তর করে শান্তির মোড়ে অবস্থিত কাস্টমস মাঠে স্থানান্তর করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারকে রক্ষা করতে রোববারে এ বাজার স্থানান্তর করা হয়। বাংলাহিলি খাসমহল বাজারে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে হীমশিত খেতে হয় প্রশাসনকে। ফলে সামাজিক সামাজিক দুরত্ব বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। সবজি বিক্রেতা ও ক্রেতাদেরকে রক্ষা করতে এমন উদ্যোগকে সাধুবাদ জনিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সবাজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, হাটকমিটি আমাদের জানিয়েছে এখন থেকে প্রতিদিন বাংলাহিলি খাসমহল হাটের পরিবর্তে কাস্টসম মাঠে দোকান বসাতে হবে তাই এখানে দোকান দিয়ে বসেছি। বেচা-কেনাও ভালো হচ্ছে। সকাল থেকে এক হাজার টাকা বিক্রি করেছি।
উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম বলেন, বাংলাহিলি সবজি বাজার, পান সুপারি ও মাছে বাজার গুলোতে কোন ভাবে মানুষের ঢল কমানো যাচ্ছে না । তাই সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য কাস্টমস মাঠে কেনাকাটা করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪