দিনাজপুর প্রতিনিধি : প্রানঘাতি করোনা ভাইরাসে দিনাজপুরে ৮ জন শনাক্ত হয়ার পর জেলাকে লক ডাউন ঘোষনা করা হয়েছে । এ পরিস্থিতিতে সদর উপজেলার কর্মহীন মানুষের জন্য রাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে বিনামুল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ।
রেস্তোরা মালিক সমিতির সভাপতি শ্যামল ঘোষ বলেন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সহায়তা বা উপহার জনগণের মাঝে পৌছে দিতেই ২য় দিনের মত এ আয়োজন।
অব্যাহত কর্মসুচীর অংশ হিসেবে ২য় দিনের মত শুক্রবার সকালে শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় পিক আপ যোগে শাকসবজিসহ বিভিন্ন খাদ্যসমাগ্রী পৌছে দেন রেস্তোরা মালিক সমিতির সভাপতি শ্যামল ঘোষ,সাধারন সম্পাদক মাজেদুর রহমান দুলাল,কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪