স্টাফ রিপোর্টার ॥
দিনাজপুরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। হুইপ ইকবালুর রহিম এমপি এর সার্বিক সহযোগিতায় ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় চেম্বার ভবনে করোনাভাইরাস মোকাবিলায় শহরের ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম ম্ক্তুা, উদ্দীপ ভৌমিক, মো. জহির খান, এনাম উল্ল্যাহ জ্যামী, আজিজুল ইকবাল চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, দিনাজপুর শহরের ৩০টি মার্কেট ব্যবসায়ী সমিতির ক্ষতিগ্রস্থ ৭’শ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানান আয়োজক।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪