দিনাজপুর বার্তা২৪.কম :-বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ল্যাবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় তিনি বলেন, এর ফলে দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় অঞ্চলের মানুষের জন্য সহজে দ্রæততম সময়ে করোনা সনাক্তকরন সম্ভব হবে।
এসময় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেশ সরকার, হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেশ সরকার জনান, গত ১০ এপ্রিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই মেশিনটি দিয়ে একসাথে ৯৪টি করোনা নমুনা পরীক্ষা করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪