স্টাফ রিপোর্টার ।। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোটাই পরম ধর্ম। করোনা ক্রান্তিকালে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করে রোটারী ক্লাব আবারো প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য। সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী হিসেবে ছড়াচ্ছে। এ রোগের চিকিৎসার চেয়ে সচেনতাই বেশী কার্যকর। আসুন আমরা স্বাস্থ্য বিধি মেনে চলে করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হই।
৯ মে শনিবার নিমতলাস্থ রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে করোনা ক্রান্তিকালে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সার্জন এবং রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট আই এফ এম রোটাঃ ডাঃ শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী পিপি. রোটাঃ রণজিৎ কুমার সিংহ এমপিএইচ, পিপি. রোটাঃ আব্দুস সালাম তুহিন, জোন চেয়ার, পিপি. রোটাঃ দিব্যেন্দু ভৌমিক কাজল, প্রেসিডেন্ট নোমিনী শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী নোমিনী মোঃ মুনির হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪