দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির উদ্যোগে পৃথক পৃথকভাবে অসহায় দুস্থ্য একহাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ কর্মহিন হয়ে পড়ায়, জেলার ১৮টি বিওপির বিজির দায়িত্বপুর্ণ এলাকার ৬হাজার সিমান্তবর্তী দুস্থ্য ও কর্মহিন পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ও হিতৈষী ব্যাক্তিবর্গের সহায়তায় এবং ফুলবাড়ী ২৯ বিজিবি’র সার্বিক তত্বাবধায়নে খাদ্য সহায়তা কর্মসুচি গ্রহন করা হয়। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় মঙ্গলবার সকাল ১১টায় চৌঠা বিওপি’র দায়ীত্বপুর্ন এলাকার দেশমা মাদ্রাসা মাঠে ৫শ পরিবার এবং বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ৫শত অসহায় দুস্থ্য পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো.জহিরুল হক খাঁন,ফুলবাড়ী ২৯ বিজির অধিনায়ক লে: কর্নেল মো. শরিফুল্লাহ্ আবেদ সহ এলকার গন্নমান্য ব্যাক্তিবর্গ,জিবির পদস্থ কর্মকর্তা,সৈনিকগন ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪