দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার দানিহাড়ি এলাকায় ধানক্ষেত থেকে নিখোঁজের দুই দিন পর আরমান আলী (২২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত পেয়েছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আরমান আলী দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের নারায়ণপুর মাঝপাড়া গ্রামের দুলাল হোসেন দুলুর ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের বাবা দুলাল হোসেন দুলু জানান, গত সোমবার বিকেল থেকে আরমান আলী নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ছেলের লাশ। পরে পুলিশকে এসে লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে আরমান আলীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে সোমবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪