স্টাফ রিপোর্টার :- সংক্রমক ব্যাধি করোনা কোভিড-১৯ দুদান্ত প্রতাব খাটিয়ে চলেছে দীর্ঘ দুই মাসাধিক কাল ধরে ঘরে বসে থাকা মানুষ দুর্বিপাকে পড়েছেন। এমতাঅবস্থায় সরকারি ত্রানের পাশাপাশি দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নে জাগো ফাউন্ডেশনের নিজ উদ্যোগে গত ২২ মে থেকে ত্রাণ বিতরন শুরু হয়েছে আগামী ৩ জুন পর্যন্ত চলবে। শতভাগ সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান বিতরন চলছে। ত্রান বিতরনের উদ্ভোধন করেন ইউ,পি চেয়ারম্যান অশোক কুমার রায়, এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বেলাল, ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য চন্দ্র মোহন রায়, সদস্যা মোছাঃ সোনিয়া খাতুন, নিরাপদ বাংলাদেশের কর্মকর্তা অপু রায়।
জাগো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার উজ্জ্বল রায় জানান, ১,২,৩ ওয়ার্ডের তালিকা থেকে ত্রাণ বিতরন শেষ পর্যায়ে, এখন অন্য ওয়ার্ড গুলোতে বিতরন শুরু হবে তার তালিকা ইতিমধ্যে তৈরি হয়েছে। মোট ১৭৫০টি দুঃস্থ্য পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে।
এক প্যাকেটে ১০ টি আইটেম রয়েছে, চাউল ৫ কেজি, মসারী ডাল ১ কেজি, আলু ১ কেজি, পুষ্টি তেল এক লিটার, লাইফবয় সাবান বড় ১টি, শিশু খাদ্য সুজি আড়াইশো গ্রাম, লডুস ৪ প্যাকেট, আটা দুই কেজি, লবন ১ কেজি। অভাবী মানুষ এ ত্রাণ পেয়ে বেজায় খুশি প্রকাশ করেছেন বলে ভুক্ত ভোগিরা জানান। #
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪