ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আমিরুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সোলটোহরী গ্রামে জমিতে আমন ধান রোপন করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জমিতে আমন ধান রোপন করতে যান আমিরুল ইসলাম। রোপন করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আমিরুল ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সোলটোহরী গ্রামের আমির উদ্দীনের ছেলে।
দেবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪