দিনাজপুর প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন করে ৪২ জন কোভিড -১৯ শনাক্ত এর মধ্যে (সদর ৩৫,চিরিরবন্দর ২,বীরগঞ্জ ১,নবাবগঞ্জ ১,ফুলবাড়ী ১,পার্বতীপুর ১,কাহারোল ১) এবং নতুন করে সুস্থ হয়েছে ২৬ জন (সদর ২৩,বিরামপুর -২,নবাবগঞ্জ ১)। এ নিয়ে জেলায় মোট রোগী -১২২০, মোট সুস্থ -৭২৭ জন,মৃত ২৩ জন।
রবিবার (১৯ জুলাই) সন্ধায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৬৬ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪২ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও ১২৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১২২০ জন, সুস্থ হয়েছে ৭২৭ জন, মৃত ব্যক্তির সংখ্যা ২৩ জন। আক্রান্তদের মধ্যে
*সদরে ৪৯৬ জন(সুস্থ ২৪২ জন ), (মৃত্যু -৬ জন)
*বিরলে ৭০ জন(সুস্থ ৪৯ জন) ,
*নবাবগঞ্জে ৫৭ জন (সুস্থ ৪৩ জন), (মৃত্যু-২ জন)
*ফুলবাড়ীতে ৪৬ জন (সুস্থ ২৫ জন), (মৃত্যু-২ জন)
*পার্বতীপুরে ৯৫ জন (সুস্থ ৫৬ জন),(মৃত্যু -২ জন)
*বোচাগঞ্জে ২৫ জন (সুস্থ ২০ জন),(মৃত্যু-২ জন)
*ঘোড়াঘাটে ৬৬ জন(সুস্থ ৪৯ জন),
*কাহারোলে ৫৪ জন (সুস্থ ৩২ জন),(মৃত্যু -১ জন)
*হাকিমপুরে ১৫ জন(সুস্থ ৯ জন),
*চিরিরবন্দর ৮২ জন (সুস্থ ৫৯ জন),(মৃত্যু -৪ জন)
*বিরামপুর ১২১ জন (সুস্থ ৮৭ জন),(মৃত্যু -২ জন)
*বীরগঞ্জ ৩৭ জন (সুস্থ ২২ জন),(মৃত্যু-২ জন)
*খানসামা ৫৫ জন (সুস্থ ৩৪ জন),(মৃত্যু-১ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৪৪৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ৬ জন, হাসপাতালে ভর্তি ২০ জন, মৃত্যু বরণ করেছেন ২৩ জন।
রবিবার (১৯ জুলাই) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৯২৬৪ টি, এ পর্যন্ত ৯০৬১ টি নমুনা ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১২২০ জন করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪