বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ মশা বাহিত রোগ থেকে রক্ষায় ৩০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায়, গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয় হতে ৩শ সুবিধা ভোগী শিশু পরিবারের মাঝে মুশারী বিতরণ করা হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং স্বাস্থ্য কর্মকর্তা ফারহানা রিফাতের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসিম উদ্দীন, বোচাগঞ্জ সিডিপির মেডিকেল অফিসার ডাঃ মোঃ করিম বাদশা, কালোপীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন ও প্রকল্পের এ্যাসিস্টেন্ট ম্যানেজার মোঃ কালাম উদ্দীন প্রমুখ।
এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ বোচাগঞ্জ সিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪