উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব উলিপুর এর উদ্যোগে ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিজয় টিভির জেলা প্রতিনিধি আল এনায়েত করিম রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষন, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ।
এসময় বক্তারা, বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস হত্যাকান্ডের সাথে জড়িত এবং মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪