প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস দিনাজপুর এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার"শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম" প্রকল্পের আওতায় সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে স্হানীয় পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচক হিসেবে প্রথম অধিবেশন পরিচালনা করেন সিভিল সার্জন দিনাজপুর ডা. মো. আব্দুল কুদ্দুছ, দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস, তৃতীয় অধিবেশনে অনলাইনে সংযুক্ত হয়ে পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ. এস. এম মাগফুরুল হাসান আব্বাসী। কর্মশালায় সভাপতিত্ব করেন শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও কর্মী বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায আরো় অনলাইনে সংযুক্ত হয়ে ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরেরর উপ-পরিচালক (প্রচার) হাসিনা আক্তার । কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে বিভিন্ন সামাজিক ইস্যু যেমন নিরাপদ মাতৃত্ব, শিশুস্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী-শিক্ষা, যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, অটিজম, করোনাভাইরাস থেকে সচেতন থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে করণীয়, শিশুশ্রম, জন্ম নিবন্ধন, জন্মনিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। - জেলা তথ্য অফিস, দিনাজপুর।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪