স্টাফ রিপোর্টার :- দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে উইমেন্স বাইক ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও পল্লী সমাজের যৌথ উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার নারী নেতৃগন অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী সমাজ বরইল শাখার সভাপতি সবিতা রানী রায়, উইমেন্স বাইক ওয়েল ফেয়ার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রান, বিলকিস বেগম, বাবলী আক্তার পিংকী, মাহামুদা আক্তার পিংকী, সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিশু ও নারী ধর্ষনের অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি জাতি প্রত্যাশা করে।যাতে করে এই ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়। #
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪