দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক : দিনাজপুরে স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিনাজপুরে বিভিন্ন কর্মসুচী মাধ্যমে পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হেসেন মুন্না’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, জাতির পিতা বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমান তার জীবন-যৌবন শ্রমিকদের দাবী আদায়ে লড়াই করে কাটিয়েছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার মতই শ্রমিকদের পাশেই রয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সিনয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুরজামান বাচ্চু। বাংলাদেশ অটোবাইক সোসাইটির সদস্য সচীব ও সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সহ- সভাপতি মোঃ আমজাদ হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের সম্পাদিকা ও দিনাজপুর জেলা তথ্য প্রযুক্তি লীগের সহ-সভাপতি মোছাঃ মৌসুমী বেগম,সদস্য আলেমা বেগম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, নশিপুর পাটবীজ খামার শ্রমিকলীগের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক নোভার আলী, আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সদর উপজেলা শ্রমিক লীগের বটতলী শাখার সদস্য মোঃ জুম্মন প্রমুখ। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনা ও সংগঠনের সাফল্য কামনা করে দোয়া খায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪