প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস, দিনাজপুর আজ ২৪শে নভেম্বর, ২০২০ খ্রি. তারিখ চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশের আয়োজন করে।
দিনাজপুরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মশিউর রহমান মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন। ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ শাহ’র সভাপতিত্বে উক্ত মহিলা সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রুণা পারভীন -মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “১০ টি বিশেষ উদ্যোগ তারই একটি অন্যতম কর্মসূচি।
এ কর্মসূচি সফল হলে বাংলাদেশের জনগণের জীবযাত্রার মান বেড়ে যাবে। সুতরাং নারীপুরুষ নির্বিশেষে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে এখন একটি রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তা প্রশংসার দাবিদার। এ কর্মসুচি সফলভাবে বাস্তবায়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের চিরিরবন্দর উপজেলা সমন্বয়কারী মো: ইনজামামুল হক, সহকারী তথ্য অফিসার মো: সোহেল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন, আওয়ামী লীগ সদস্য মো: আসমাল, ফতেজংপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দসহ প্রমূখ । - প্রেস বিজ্ঞপ্তি জেলা তথ্য অফিস, দিনাজপুর।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪