ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা,ভালোবাসা,যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভাষা শহিদদের স্মরণ করেছে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’।
গতকাল রবিবার সকাল সাড়ে ৭ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সদস্যরা। পরে শহিদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সংগঠক প্লাবন শুভ।
এতে বক্তব্য রাখেন সদস্য মৌসুফ পারভেজ শুভ, দীপশিখা রায়, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন সজল, আব্দুর রহিম,খন্দকার সাদনান হাসান,শাহরিয়ার আসিফ দিনার,আমিনুল ইসলাম,আসাদ সরকার,রিয়া গুপ্তা,তামজিদ সাফায়েত,শর্মিলী ছন্দা,জাকিরুল ইসলাম জাকির,ছাবিকুন নাহার মালিহা,নূর নওশীন তাবাসুম তাবা,মাহফুজা রহমান সীমা,সীমা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলন,অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪