বিরল (দিনাজপুর) প্রতিনিধি \
মুজিবজন্ম শতবর্ষের অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক খাস জমিতে ভূমিহীনদের অধিকার এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ বিরল এর আয়োজনে এবং সিডি এর সহযোগিতায় বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা পরিষদ ও সাংবাদিকদের সাথে ভূমিহীন সমন্বয় পরিষদ এর সভা উপজেলা চেয়ারম্যান এর কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রকৃত ভূমিহীনদের ভূমি অধিকার প্রতিষ্ঠায় এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
বিরল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর সভা প্রধান বিবি হাজ্রার সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিরল উপজেলা চেয়ারম্যান এ. কে.এম মোস্তাফিজুররহমান (বাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, বিরল প্রেসক্লাবের সভাপতি এম.এ কুদ্দুস সরকার। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য লুতফর রহমান, বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কোষাধক্ষ্য নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোজাম্মেল হক শামু, তাজুল ইসলাম প্রমুখ। সমন্বয় সভা পরিচালনা করেন- সিডিএ দিনাজপুরের আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান।
সভা শেষে বিরল উপজেলার ১২ টি উপজেলার মধ্যে ১০ টি ইউপির ৭৭২ জনভূমিহীন ( ০-১০ শতাংশ) দের তালিকা উপজেলা চেয়ারম্যান ও বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে তুলে দেন ভূমিহীন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪