বিরল (দিনাজপুর) প্রতিনিধি \
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মঙ্গলবার সকালে বিরল উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বিরল উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে. এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে দিবসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা,বিরল থানা ওসি (তদন্ত) আব্দুল কাদের, বিরল উপজেলা কৃষি অফিসার মাহবুবার রহমান প্রমুখ। দিবসের অনুষ্ঠান পরিচালনা করেন- বিরল উপজেলা নির্বাচন অফিসার মোঃআব্দুল কুদ্দুস সরকার প্রমুখ। এ সময় নতুন ভোটাদের আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড প্রদান করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪