ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী ছোটো যমুনা নদীর পুরাতন সেতু সংলগ্ন স্থানে ফুলবাড়ী ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টার, ফিতা কেটে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্থাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও ওই কেয়ার সেন্টার পরিচালোনা কমিটির সভাপতি আলহাজ¦ ডা. মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রানী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আশরাফ আলী,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন,টিএমএসএস এর অধক্ষ্য ডা. আব্দুল গফুর মন্ডল, ডা. সাদেক আলী,ডা. মো. লাবু, থানার অফিসার্স ইনচার্জ মো. ফখরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪