বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥
পঞ্চগড়েরে বোদায় ড্রেজার মেশিন দিয়ে নদী খননের সময় বালুচাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর গ্রামের করতোয়া নদীর পাড় থেকে আল আমিন (৮) ও হৃদয় (৭) নামের ২ জন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত বুধবার বিকেলে হৃদয় ও আল-আমিন বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী খননকালে অসাবধানতায় মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া বালুর নিচে তারা চাপা পড়ে। সন্ধ্যা হওয়ার একটু আগে ইফতারের সময় ২ জনের পরিবার তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। তাদের খুঁজে না পেয়ে রাতে করতোয়া নদীতে খনন করা বালুতে খোঁজ করে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মৃত লাশ উদ্ধার করা হয়। নিহত আল আমিন ঐ এলাকার হাসান আলীর ছেলে ও হৃদয় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। বেংহাড়ী বনগ্রাম ইউ’পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বালু চাপায় ২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪