স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সাবেক কমিটি’র নেতৃবৃন্দ দায়িত্ব হন্তান্তর করেছেন নব-নির্বাচিত কমিটিকে।
এ সময় কমিটির পক্ষ থেকে দায়িত্ব বুঝে নেন প্রেসক্লাবের পুনরায় নির্বাচিত সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
দিনাজপুর প্রেস ক্লাব ভবনে পুনরায় নির্বাচিত সভাপতি স্বরূপ বকশী বাচ্চু এর সভাপতিত্বে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
এছাড়াও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহ আলম শাহী, সহ সভাপতি কংকন কর্মকার, সহ সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক বেলা উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক কৌশিক বোস, সদস্য ইফতেখার আহমেদ পান্না, রিয়াজুল ইসলাম, মুকুল চট্টোপাধ্যায়, খোকন কুমার দেব।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। প্রেসক্লাব সভাপতি স্বরূপ বকশী বাচ্চু সকলকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪