চিরিরবন্দর সংবাদদাতা ॥ চিরিরবন্দরে বোরো ধানের ফলন নির্নয়ে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের কৃষক আনিসুর রহমানের বোরো ক্ষেতে ব্রি ধান ২৮ জাতের এ বোরো ধান কর্তন উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান।
এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: জোহরা সুলতানা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও মোঃ আশরাফ সিদ্দিকী, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফনি ভূষন রায়সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পুরো উপজেলায় এ মৌসুমে রাশিয়ান কাটারী, শম্পা কাটারী, ব্রি ২৮, ব্রি ২৯, ব্রি ৫০, ব্রি ৫৮, ব্রি ৮১, ব্রি ৮৮, ব্রি ৮৯, বিআর ১৬, হাইব্রিডসহ বিভিন্ন জাতের ১৯ হাজার ৮ শত ৭৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪