দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥
চন্দ্রাভিযানের নায়ক আমেরিকান মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন।
ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গতকাল বুধবার এই মার্কিন নভোচারীর মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
কলিন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তার পরিবার বলেছে, 'মাইক সব সময় মানবিকতা সহকারে জীবনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করেছেন। একইভাবে তিনি জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জও মোকাবিলা করলেন।'
১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেন মার্কিন নভচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। ওই অভিযানে কমান্ড মডিউল চালক হিসেবে অংশ নেন মাইকেল কলিন্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪