স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ নাদির হোসেন ও তার গাড়ি চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাদির হোসেন অফিসের কাজ কর্ম সেরে তাঁর নিজ বাসভবনে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা সড়কের শহরের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশন কার্যালয় সম্মুখ সড়কে বিপরীতমুখী দ্রুত গতিতে আসা একটি ট্রাক মেডিকেল কলেজের অধ্যক্ষের জীপ গাড়িটির ডান সাইডে স্বজরে আঘাত করে। এতে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও কলেজের ঢাকা মেট্রো-ঘ-১৮-৩৯৪৯ জীপ গাড়িটির পেছনের ডান সাইডে ব্যাপক ক্ষতি হয়।
দূর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালক ও বগুড়া ট-১১-১২২৫ ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যান।
এদিকে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ট্রাক শ্রমিকরা ঢাকা-গোবিন্দগঞ্জ সড়কের হাউজিং মোড় নামক স্থানে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪