হাকিমপুর সংবাদদাতা ॥ হিলি থেকে চাল বোঝাই ট্রাক চুরির ৪দিন পর চট্টগ্রাম থেকে ১শ ৩৬ বস্তা চাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, ১৫ই এপ্রিল দিনাজপুর পুলহাট এলাকার মেসার্স আর জি ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের ৬শ ৪০ বস্তা চাল নিয়ে হিলি স্থলবন্দর থেকে চট্টগ্রামে পৌছানোর উদ্দ্যোশে রওনা দেয় ট্রাকের চালক ও হেলপার। কিন্তু চাল গুলো প্রকৃত মালিককে না দিয়ে অন্য চাল মালিকের কাছে বিক্রি করে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক অর্নব কুমার বসাক বাদী হয়ে ২৮ই এপ্রিল হাকিমপুর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ টিম চট্টগ্রামে চারদিন অভিযান চালিয়ে গত রোববার পটিয়া থানা এলাকা থেকে ১শ ৩৬ বস্তা চাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকুলিয়া থানার রাজাখালী এলাকার মৃত বাবুল চক্রবতী ছেলে নান্টু চক্রবর্তী (৪৫) এবং কোতয়ালী থানার পাথরঘাটা এলাকার আব্দুর রাকিবের ছেলে শাহিনুর রহমান (২৯)।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪