বোচাগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি ক্রয় কেন্দ্রে চলতি বোরো ধান সংগ্রহ মৌসুমে-২০২১ এর জন্য উন্মুুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। ৬ মে বৃহস্পতিবর সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর কার্যালয়ে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।জানা গেছে, চলতি বোরো মৌসুমে সেতাবগঞ্জ সরকারি ক্রয় কেন্দ্রে ২৭ টাকা কেজি দরে ১০৮০ মেঃ টন ধান ক্রয় করা হবে। এজন্য লটারির মাধ্যমে ৫৪০ জন কৃষক নির্বাচন কর হয়েছে।এ সময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন, ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দু রায়, উপজেলা মিল মালিক গ্রুপের সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪