চিরিরবন্দর সংবাদদাতা ॥ দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর কলেজ মোড়ে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরটির চালক।
সোমবার (১০ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের নানীরবন্দর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন এরশাদ আলী (৩৫) ও অপরজন বাদল ইসলাম (৩৫)। জানা গেছে, নিহত এরশাদ আলী দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া গ্রামের বাসিন্দা ও অপর নিহত বাদল ইসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, কাঠের গুঁড়িবাহী ট্রাক্টর ও ইটবাহী ট্রাকের মধ্যে সকাল সাড়ে ৬টার দিকে রানীরবন্দর কলেজ মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও একজন আহত হন। আহত হন ট্রাক্টরটির চালক। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪