স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর-এর নগদ অর্থ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
১০ মে সোমবার সকালে দিনাজপুর পৌরসভার আয়োজনে দিনাজপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর-এর নগদ অর্থ এসব অসহায় ও দরিদ্র মানুষের হাতে তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু করোনায় নয়, যে কোন দুর্যোগে সব সময় মানুষের পাশে থাকেন। করোনার এই ভয়াবহ মুহুর্তেও ঈদের আনন্দ যেন অসহায় ও দরিদ্রদের বঞ্চিত না করে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপহার অব্যাহত রেখেছেন। দেশের প্রতিটি দুর্যোগে কোন মানুষই না খেয়ে থাকেনি। কোন মানুষ মারা যায়নি। সঠিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এখন আর খাদ্যের সংকট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। মানুষ এখন শান্তিতে রয়েছে।
হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে করোনার প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবেলা করা হয়েছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রেও শেখ হাসিনার সময়োপযোগি সঠিক পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান করা হয়।
পরে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ-এর অর্থ বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪