ফজিবর রহমান বাবু ॥ দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। আর প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই; সে ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সত্যতা, সততা, পবিত্রতা। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা।
১৮ মে ২০২১ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে রামসাগর শ্রীশ্রী দূর্গামাতা মন্দিরের নির্মান কাজের উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এমপি গোপাল আরও বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয়। আর ধর্মান্ধ মৌলবাদী যেকোনো সংগঠন বা গোষ্ঠীই হলো প্রগতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে। এরা কখনও কারো বন্ধু হতে পারে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উগ্রবাদীদের রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, রামসাগর দূর্গামাতা মন্দিরের সভাপতি কিস্টু দত্ত, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪