স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর নেতৃত্বে সাফল্য পাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। করোনা দুর্যোগের মধ্যেও ক্রীড়াঙ্গনকে পিছিয়ে যেতে দেয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮ মে মঙ্গলবার দিনাজপুর জিমনেসিয়াম ও ব্যাডমিন্টন খেলোয়াড়দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
ইকবালুর রহিম আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন যেভাবে এগিয়েছে, দিনাজপুরও ঠিক সেরকম ভাবে উন্নত ক্রীড়াঙ্গনের পথে এগিয়ে গেছে। দেশের ক্রীড়াঙ্গনে দিনাজপুর উজ্জ্বল নক্ষত্র জেলা হিসেবে দাঁড়িয়েছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দিনাজপুরের কৃতি সন্তান লিটন দাস, ধীমান ঘোষ সহ অন্যান্য খেলোয়াড়রা।
দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশন এর পরিচালক সাজেদুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহি অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিউর রহমান, কোতয়ালি থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, দিনাজপুর ব্যাড মিন্টন ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ আমির আলী, সহ-সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক মাহিদুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪