স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক রেজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন, হেনস্থা, গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
১৯ মে বুধবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ের স্বাস্থ্য অধিদফতরের পেশাগত দায়িত্ব পালন কালে সচিবালয়ের কর্মচারীরা অসৌজন্যমূলক আচরন করে এবং অতিরিক্ত সচিব জেবুননেছা রোজিনা ইসলামকে শারিরিক ভাবে নির্যাতন করে। সচিবালয়ে স্বাস্থ্য বিভাগে আটকে রাখেন এবং তার বিরুদ্ধে ষরযন্ত্রমূলক মামলা দেয়া হয় এর তীব্র প্রতিবাদ করেন বক্তরা। তারা বলেন এভাবে সত্যানেস্বী সাংবাদিকের কন্ঠ রোধ করা যাবেনা। এঘটনায় একজন নারী, একজন মাতার মানবাধিকার ভূলুন্ঠিত হয়েছে। করোনাকালীন সময়ে নিজের জীবন বাজী রেখে স্বাস্থ্য অধিদফতরের দূর্নীতি প্রকাশ করেন রোজিনা ইসলাম। তাকে সম্মানিত না করে কারাগারে পাঠানো হয়। বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক সফিকুল ইসলাম, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রেজু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংগঠক কিবরিয়া হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতী ঘোষ,লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, সদস্য রোকসানা বিলকিস, শুক্লা কুন্ডু, রেহেনা বেগম, শিবানী উড়াও। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪