স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. মোছাদ্দেক হুসেন পুনরায় সভাপতিসহ ১৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। আর সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় উক্ত পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর ২০২১-২২ ও ২০২২-২৩ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস) মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল ও বাছাই এর শেষ দিনে ২৫ মে মঙ্গলবার কোন প্রতিদ্বন্দিতা না থাকায় দায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আশফাক আহম্মেদ সভাপতি পদে মো. মোছাদ্দেক হুসেনসহ ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, সহ সভাপতি ফরহাদ মতিন চৌধুরী, প্রতাপ কুমার সাহা পানু, যুগ্ম সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সানোয়ার হোসেন, ধর্মীয় কল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, মো. আব্দুল হান্নান, রজত কুমার বসাক, আলহাজ¦ জাকারিয়া (জাকা), মো. হাবিবুর রহমান।
অপরদিকে শুধু সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থী মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও মো. রবিউল ইসলাম বাবু থাকায় উক্ত পদে আগামী ১৯ জুন শনিবার সকাল সাড়ে ৮টা হতে ১টা পর্যন্ত এবং বিকাল আড়াইটা হতে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন এ্যাডভোকেট মো. শামিম বিন গোলাম পার্ল ও এ্যাডভোকেট মো. ইকবাল রায়হান সোহেল।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪